নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাট জেলার সকল ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে গত শনিবার দুপুরে শহরের ক্যাফে অরেঞ্জ নামে একটি চাইনিজ রেস্টুরেন্টের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরের সভাপতি,রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান ও আক্কেলপুর উপজেলা আ”লীগের সাঃ-সম্পাদক আলহাজ্ব আহসান কবির, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লেবু ও সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লাসহ আরো অনেকেই।
এসময় বক্তারা বলেন, ব্যবসার মাধ্যমে এই জয়পুরহাট জেলাকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নিতে সকল ব্যবসায়ীকে এক সাথে কাজ করতে হবে।
অনুষ্ঠিত সভায় জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
১১-সেপ্টেম্বর-২২-ইং
নিরেন দাস,জয়পুরহাট
মোবাঃ- ০১৯১৭-২১১১১২