মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদ পুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ধরন্তি গঙ্গাধদী গ্রামে দুইদল গ্রামবাসীর মাঝে রক্ত ক্ষয়ী সংঘর্ষে নারীপুরুষ সহ ২৫ জন আহত হয়েছে। এ সময় প্রায় ১০ থেকে ১৫ টি বসতবাড়ি ভাঙচুরের সহ ঘটনা ঘটেছে।
৭ জুন বুধবার বিকেল থেকে সন্ধ্য,পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়েছে। আহতদের ভাঙ্গা হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, ঘারুয়া ইউনিয়নের ধরন্তি গঙ্গাধদী গ্রামের দুটি দল রয়েছে। একটি গ্রুপের নেতৃত্ব মতিয়ার খঁান অপর গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছে কডোন মাতুব্বর । এদের মাঝে পূর্বপুরুষ ও যুগ যুগ ধরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়ে আসছে।
ঘটনার আগের ধরন্তি গঙ্গাধদী এলাকায় চাচা, ও ভাতিজা, জাগা জমি বিষয় নিয়ে বিরোধ চলছিল পরে এলাকায় গণ্যমান্য ব্যক্তিগণ একটি সালিশে মাধ্যমে উঠান বৈঠক করে মীমাংসা করে।এই তুচ্ছ ঘটনার জের ধরে আজ বিকেল মতিয়ার খাঁন তিনি বিকেলে ভ্যানে করে বাজারের উদ্দেশ্যে রওনা হলে মতিয়ার খাঁন কে পথে ভ্যান গতিরোধ করে কডোন মাতব্বরের ছেলে বাহাদুর মাতুব্বর। অতর্কিতভাবে হামলা চালায় মতিয়ার খঁান উপর। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। উভয় গ্রুপ সঙ্গবদ্ধ হয়ে, পেট্রোল বোমা ,সহ দেশী অস্ত্র ঢাল,শরকি,টেটা, নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ সময় দোকান সহ প্রায় ১৫টি বাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত হলেন,,মতিয়ার খঁান, ও হান্নান, অহিদ, মিথুন, লুৎফার, জাহাঙ্গীর, কেলন,বাহাদুর, শাহ আলম, মান্নান মোল্লা, হামিদুল, নুর আলম, সহ পুরুষ-নারীর সহ অনেকে আহত হয়েছেন।
ভাঙ্গা থানার এসআই (নিঃ)গোলাম মোম্তাছীর মারুফ জানান,খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।১৪ থেকে ১৫ জন আহত চিকিৎসাধীন রয়েছে। এবিষয় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।