মোঃ রিপন শেখ ভাংগা ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে ভাঙ্গা বুধবার গভী রাতে পুকুর থেকে এক যুবককে লাশ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলা মানিকদিয়া ইউনিয়নের তুলিকাঘাটা গ্রামে আবুল বাশার মুন্সি ছেলে ইখলাস মুন্সি (২০) নামে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয় ইখলাস মুন্সী।দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেন না। পরে পরিবারের লোকজন তাকে এলাকা চারদিকে খুঁজতে থাকেন।অনেক রাত পর্যন্ত এলাকাবাসী খুজে এক পর্যায়ে পুকুরের পাড়ে তার ব্যবহৃারিত প্যান্ট ও গেঞ্জি দেখতে পেয়ে পুকুরে মধ্যে তল্লাশি চালিয়ে তার মরদেহটি উদ্ধার করে।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জিরুউল ইসলাম বললেন ,,পানিতে ডুবন্ত অবস্থা তাঁর পরিবারের এর মরদেহ উদ্ধার করে।মৃত্যুর সন্দেহ থাকায় ময়না তদন্তে জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।ময়না তদন্তে শেষে পরিবার কে লাশটি দাফন করা অনুমতি দেওয়া হয়েছে। রিপোর্ট পারবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।