মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, ভাঙ্গা জোন,ফরিদপুর ডিবি, এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদ ভিত্তিতে ভাঙ্গা উপজেলার এলাকায় এ অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করে।
১১ জুন রবিবার আলগী ইউনিয়নের পীরেরচর বাজার সাকিনস্থ জনৈক জে এম শহিদুল্লাহ মিয়া ভবন ফার্মেসীর দোকানে সামনে পাকা রাস্তার উপর থেকে (১০) বোতল ফেন্সিডিল সহ মোঃ শাহিন শেখ (২২) কে আটক করে ডিবি পুলিশ ফরিদপুর।
আটককৃত হুলেন,গোপালগঞ্জ জেলা মুকসুদপুর উপজেলা বাটিকামারী বাহারা গ্রামের ২ নং ওয়ার্ডে -মৃত তৈয়ব শেখের, ছেলে মোঃ শাহিন শেখ।
স্থানীয় সুএে জানা যায়, শাহিন শেখের পীরেরচর বাজারে একটি ব্যাগ নিয়ে তিনি অবস্থান করছিল কিছুক্ষণ পরই ডিবি পুলিশ এসে তাঁর ব্যাগ তল্লাশি করে। তল্লাশি করলে তার ব্যাগে মধ্যে ফেন্সিডিল সহ পাওয়া গেলে শাহিন কে আটক করে।
মিডিয়া এন্ড পিআর, জেলা পুলিশ, ফরিদপুর এ বিষয়ে জানান, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।