মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আড়িয়াল খাঁ নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধা লাশ খবর পায় শনিবার (১ এপ্রিল) দুপুর দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের দরগা বাজার আড়িয়াল খাঁ নদী খেয়াঘাটের সামনে থেকে এক অজ্ঞাত নামা বৃদ্ধা ( ৫৫) নামক লাশ উদ্ধার করা জন্য ঘটনাস্থলে ছুটে যায় ভাঙ্গা থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়,আড়িয়াল খাঁ নদী পাড়ে এলাকার বাসিন্দারা দুপুরের গোচল করতে আসে তারা দেখতে পায় লাশটি পার বাঁধানোর পাথরের সঙ্গে ঠেকানো অবস্থায় নদী পাশে রয়েছে।পরবর্তীতে ভাঙ্গা থানার পুলিশে খবর দিলে পরে নৌ পুলিশ কর্তৃক এসে লাশ টি উদ্ধার করে।উক্ত লাশের গায়ে সাদা সেন্টু গেঞ্জি ও চেক লুঙ্গি পরিহিত অবস্থায় দেখতে পাওয়া যায়।ধারণা করা হয় উক্ত লাশটি সদরপুর,ও চরভদ্রাশন , শিবচর মাদারীপুর হতে পদ্মা নদী হয়ে আড়িয়াল খাঁ শাখা নদীতে ভেসে এসেছে।
উক্ত বিষয়ে ফরিদপুর নৌ পুলিশ কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।