ফরিদপুরের ভাঙ্গা উপজেলার।ভাঙ্গা থানার ,অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মহোদয় মোঃহেলালউদ্দিন ভূইয়া,অফিসার ইনচার্জ, মোঃ জিয়ারুল ইসলাম ,দিক নির্দেশনায়, এসআই মোঃ জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ নিয়ে এ অভিযান পরিচালনা করে রবিবার (১২অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে (৪০০ চারশত পিস) ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করে ভাঙ্গা থানা পুলিশ।
আজিজনগর ইউনিয়নের গোপনসংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রি করে এমন মধ্যে পাতরাইল গ্রামের গোলাম মাওলার মুদি দোকানের সামনে থেকে৪০০(চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইয়াবা ব্যবসায়ী কে আটক করে পুলিশ ।
আটককৃত হলঃ ইয়াবা ব্যবসায়ী কক্সবাজার জেলা উখিয়া থানা-বালিখালী শিলাপাড়া, গ্রামে, পিতাঃ সাব্বির আহাম্মেদ পুএ নুরুল আমিন (ওরফে সরোয়ার) (২৬)এর বিরুদ্ধে ভাংগা থানার একটি মামলা নং ১২/৩০৫, তাং ১২/১০/২০২২ খ্রিঃ, ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) এর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।এছাড়া পদ্মা রেল প্রকল্পের চলমান কাজের তথা চায়না প্রজেক্টের চুরির সামগ্রীসহ ০৫ চোর কে গ্রেফতার এবং মালামাল উদ্ধার করা হয়েছে।এর বিরুদ্ধে নিয়মিত মামলা একটি মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
<span;>এই বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান,, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে( ৪০০ পিস) ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন কে আটক করা হয়েছে।নুরুল আমিন বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এরএছাড়া পদ্মা রেল প্রকল্পের চলমান কাজের তথা চায়না প্রজেক্টের চুরির সামগ্রীসহ মালামাল উদ্ধার সহ ০৫ চোর কে গ্রেফতা করা হয়েছে। এর মাদকদ্রব্য বিদ্ধের অভিযান ভাঙ্গা থানা এলাকায় অব্যাহত থাকবে।