মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল চালক এ সময় অপর ২ আরোহী আহত হয়েছেন ।
শনিবার (২২ এপ্রিল) বিকালে সাড়ে পাঁচটার দিকে বরিশাল আরিচা মহাসড়কের ভাঙ্গা গোলচত্ত্বর সংলগ্ন আঞ্চলিক প্রাণী সম্পদ অফিসের সামনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক নিহত হন অপর ২ আরোহী আহত হন। নিহত ঐ মোটর সাইকেল চালক সদরপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার শহীদ মোল্লার পুত্র যুবায়ের মোল্লা (২২)।
এই বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আল মাহমুদ বলেন, ভাঙ্গা আঞ্চলিক প্রাণী সম্পদ অফিসের সামনে বিকাল সাড়ে পাঁচটার দিকে মোটর সাইকেল দুর্ঘটনায় পরে। এতে মোটর সাইকেলের চালক নিহত হন অপর ২ আরোহী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধিন।