মোঃ রিপন শেখ প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামের দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এক মাদক <>ব্যবসায়ী করে আসছিল। রবিবার (৯অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী কে আটক করে ভাঙ্গা থানা পুলিশ।
আটককৃত হলঃ মাদক ব্যবসায়ী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামের মান্নান ফকিরের পুত্র মো. মনির ফকির (৪২)তিনি বসত বাড়ির সামনে ইয়াবা বিক্রি করার সময়ে তাকে আটক করা হয়।এ
ই বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, জানান,, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০৩ পিস ইয়াবা সহ মো. মনির ফকির কে আটক করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।