ভাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়ার্দী নামক স্হান এলাকায় সড়ক দুর্ঘটনায় গোলাম রসুল (৪০) বছরের এক যুবক ঘটনার স্থলে নিহত হয়। শুক্রবার (৮ অক্টোব ) রাত ৪টায় দিকে ঢাকা খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলা সুয়ার্দী নামক স্হানে রাস্তা পার হবার সময় একটি অজ্ঞাতনামা বাসের তাঁকে ধাক্কা দিয়ে গাড়িটি পালিয়ে যায়।এতে গোলাম রসুল মাথায় মারাত্মক আহত হলে ঘটনারস্তলে তিনি মারা যান। পাইকগাছা উপজেলা , দেলুরি গ্রামে মুত্যুঃ মেহের গাজী,ছেলে গোলাম রসুল।
ভাঙ্গা হাইওয়ে থানার এএস আই সোহানু রহমান জানান,, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা পারাপার হবার সময় একটি অজ্ঞাতনামা বাসের সঙ্গে তার ধাক্কা লাগে এতে মাথায় জখম হলে ঘটনারস্তলে তার মূত্যু হয়।অজ্ঞাতনামা গাড়িটি সনাক্তের করার চেষ্টা চলছে। গাড়িটি সনাক্তের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।