ঢাকার টাইমস ডেক্স রিপোর্ট ঃ
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ভাঙ্গা হাইওয়ের থানা জাতীয় নিরাপদ সড়ক দিবস শনিবার ২০২২ অক্টোবর সকাল ১০ টায় সময় উদযাপিত করা হয়।এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী বের করে হাইওয়ে থানা থেকে শুরু করে বিশ্ব রোড মহাসড়ক প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর হাইওয়ে থানা সম্মেলন কক্ষে নানা আযোজনে মধ্যে দিয়ে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়।বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে।
হাইওয়ে পুলিশ ভাঙ্গা মাদারী পুর রিজিয়ন পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম বললেন,,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু দেওয়া দক্ষিণবঙ্গে আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই সাথে আপনাদের ভাঙ্গা ছিল ভাঙ্গা এখন জোড়া লেগে আলোড়ন সৃষ্টি হয়েছে। আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি,,এই শ্লোগান দিয়ে মহাসড়কে সুরক্ষিত রাখার জন্য থ্রি হুইলার বন্ধ করা লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।এবং ভাঙ্গা বাসস্ট্যান্ডে সহ কোন প্রকার কোন গাড়ি ওভারব্রিজের রাস্তার উপর অটো ভ্যান, পিকআপ ভ্যান,এবং পরিবহন সহ বাসস্ট্যান্ডে মহাসড়ক উপর গাড়ি পার্কিং না করে সব ধরনের পদক্ষেপ নেবেন বলে এমনই আশ্বাস দেন তিনি।
ভাঙ্গা হাইওয়ে থানা ওসি তৈমুর ইসলাম বললেন,,মহাসড়কে সব ধরনের সুরক্ষিত রাখার জন্য সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এমনই আশ্বাস দেন তিনি।
দিবসটি উপলক্ষ্যে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ,, এদিকে নিরাপদ সড়ক দিবস পালনে জনসাধারণকে সচেতন করার কর্মসূচি নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নিরাপদ সড়কের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এসব কর্মসূচি নেওয়া হয়েছে। ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে দুর্বার আন্দোলন হয় দেশে। তার পরিপ্রেক্ষিতে বিদ্যমান আইন সংশোধন করে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ করা হয়। এরপর সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে সরকার।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, হাইওয়ে পুলিশ ভাঙ্গা মাদারী পুর রিজিয়ন পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম এছাড়াও হাইওয়ে থানা কর্মকর্তাবৃন্দ, অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, মোটরযান মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।