মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ভাঙ্গায় ৫৩ কেজি গাজাসহ আন্তঃজেলা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ (ফরিদপুর) । শুক্রবার দিবাগত রাতে ২ টার দিকে ভাঙ্গা-ফরিদপুর-বরিশাল মহাসড়কের নতুন মুরগীহাটা এলাকা হতে তাদের কে আটক করেছে।
আটককৃতরা হলো , কুমিল্লা সদর দক্ষিণ ধনপাড়া গ্রামের বাহার মিয়া (৫৪) ও চৌদ্দগ্রাম থানার কবরুয়া গ্রামের আলমগীর হোসেন সুফল (৩৩)।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযান র্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদকের একটি বিশাল চালান বিক্রির উদ্দেশ্যে প্রাভেটকার করে ভাঙ্গা বাজারের নুতন মুরগী হাটা এলাকায় অবস্থান নিবে মাদক ব্যাবসায়ীরা। পরে রাত ২ টার সময় ঘটনাস্থলে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদকের একটি বড় চালানসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কাগজের সাদা পলিথিন মোড়ানো ৫৩ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, ০৩টি মোবাইল, ৩ টি সিম উদ্ধার করা হয়েছে।
র্যাব-৮ কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আক্তার জানান, ধৃত আসামিদ্বয় কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে শরিয়তপুর ও ফরিদপুর এলাকায় বিক্রি করেআসছিলো। শুক্রবার সকালে তাদের কে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় একটি মামলা রুজু করা হয়।