ভাঙ্গার প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কে পৃথক মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত-১ ও আহত-১
মঙ্গলবার ৮ নভেম্বর সন্ধ্যার দিকে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দিয়ে গাড়িটি পালিয়ে গেলে একজনের মৃত্যু হয়েছে।
নিহত হলেন,-খুলনা জেলা লবণ চূড়া থানা সাউথ মোহাম্মদ নগর সুইজগেট গ্রামে পিতাঃ আব্দুল জলিল হাওলাদার ছেলে মিজানুর রহমান (৩৫)।গুরুত্ব আহত হলেন ,খুলনা সদর পাইকগাছা গ্রামে আছিয়া আক্তার (২৪)
পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমান মোটরসাইকেল বিহীন নিয়ে ঢাকা থেকে তার স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে খুলনা রওনা হন ভাঙ্গা উপজেলা পৌরসভা খাড়াকান্দি নামক স্থানে আসলে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেল কে পিছন থেকে ধাক্কা দিলে মিজানুর রহমান ও আছিয়া আক্তার ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলে মিজানুর রহমান মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ আছিয়া আক্তার কে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মিজানুর রহমান লাশ পরিবারের নিকট রাতে হন্তান্তরনকরা হয়েছে।