ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ভালুকায় এক ব্যাবসায়ীর উপর সন্ত্রাসী হামলা করে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলা জামিরদিয়া এলাকায়। এ ঘটনায় ভূক্তভোগী ব্যাবসায়ী বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে, পুলিশ এখনও কাওকে গ্রেফতার করতে পারেনি।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার হবিরবাড়ী এলাকার আব্দুল হামিদের ছেলে জুলফিকার ও সাঈদ, খোকা ডাক্তারের ছেলে রাজু, জুলফিকারের ছেলে দিপু মিলে উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল এলাকার আব্দুর রশিদের ছেলে ব্যাবসায়ী হুমায়ুনের উপর সন্ত্রাসী হামলা করে মারপিট করে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনতাই করে নেয়।
ভুক্তভোগী পরিবার সূত্রে আরও জানাযায়, জামিরদিয়া মৌজার ৩৫ ও ৩৬নং দাগে ১৭ শতাংশ জমি ক্রয় করে আব্দুর রশিদের ছেলে হুমায়ুন কবির। জমি ক্রয়ের পর দীর্ঘদিন ভোগদখলেও আছেন তিনি। হুমায়ুন কবির বলেন, উল্লেখিত ব্যাক্তিরা পূর্ব শত্রুতার জেরে দা, লোহার রড ও শাবল দিয়া একা পাইয়া মারধর করে। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আক্রমণকারীরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
অভিযুক্ত ব্যাক্তিদের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোন মন্তব্য করবেন না বলে জানান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। দ্রুত সময়ের মধ্যেই এ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।