মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড় জেলার সদর কামাত কাজলদিঘী ইউনিয়ন দলুয়া বোতলডাঙ্গা রোড মোঃ সাইদুল ইসলাম বাড়িতেই তৈরি হয়েছে অবৈধ কারখানা কারখানার নামকরণ করেছে জয়দেবপুরের বিখ্যাত স্পেশাল মধু আইসক্রিম অথচ কাগজপত্র দেখতে চাইলে আপনাদের কি আছে সব লেখেন কারন আমরা ঘাটে ঘাটে ম্যানেজ করেই চালাই।
রমজানেও থেমে নেই কারখানায় কারখানার কার্যক্রম স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে নাম প্রকাশ্যে অনিচ্ছুক বলেন যে কোমলমতি শিশুরা এই আইসক্রিম খেয়ে অনেকেই পেটের পিরায় ভুগছে। সকলেই শুধু অভিযোগ চায় অভিযোগ ভোক্তা অধিদপ্তর পঞ্চগড় নিয়মিত পঞ্চগড় জেলায় অভিযান চালালেও ওই বারবার একই দোকানে যায় কয়েকজন ভুক্তভোগী দোকানদার জানান প্রতিটি অভিযানের সংবাদদাতা থাকেন সোলেমান আলী কে এই সোলেমান আলী।এসব বিষয় জানার জন্য পঞ্চগড় ভোক্তা অধিদপ্তর সহকারী পরিচালক পরেশ চন্দ্র এর মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোন লাভ হয়নি তিনি ফোন রিসিভ করেননি.. বিস্তারিত আসছে পরবর্তীতে?