জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিতর্কিত প্রধান প্রকৌশলী সাইফুর রহমান বিদেশী দাতা সংস্থা বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এর সাথে চুক্তি সাক্ষর করেন। চুক্তি মোতাবেক দাতা সংস্থা কর্তৃক প্রদত্ত ডলার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের অগোচরে একটি নতুন একাউন্ট খুলে সেখানে নিয়েছেন। ব্যাংক হিসাব নাম- CWIS -FSM SUPPORT CELL, ব্যাংক হিসাব নম্বর -৪৪১২৩০৩০০০০৩৯, সোনালী ব্যাংক, কাকরাইল শাখা।
এ অর্থের বিষয়ে অর্থ মন্ত্রণালয় এবং ERD কিছুই জানে না। অথচ ব্যাংক হিসাবে সর্বমোট ১.৫ মিলিয়ন মার্কিন ডলার রয়েছে। এদিকে সাইফুর রহমান আগামী ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সুইডেন-বাংলাদেশ অভিজ্ঞতা শেয়ারিং নামক শিক্ষা সফরে সুইডেন সফওে যাবেন বলে চুড়ান্ত হয়েছে। যদিও তার কর্মকাল আছে মাত্র ২ মাস!