মোঃ ফেরদৌস , মঠবাড়িয়াঃ
শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ- এই স্লোগানকে সামনে রেখে গ্রাহকসেবা নিশ্চিতে মঠবাড়িয়া পল্লী বিদ্যুতের জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী (১৯ সেপ্টেম্বর) সোমবার সকাল ১০ ঘটিকায় সাড়ে দশ কোটি টাকার পল্লী বিদ্যুৎ সমিতি, জোনাল অফিসের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথির ছিলেন ডাঃ রুস্তুম আলী ফরাজী এম.পি সংসদ সদস্য ও সভাপতি সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি।মঠবাড়িয়া জোনাল অফিসের ডিজিএম নিত্যানন্দ কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ রুস্তুম আলী ফরাজী এম.পি বলেন, মঠবাড়িয়ার গণমানুষের অধিকার আদায়ের আমার আন্দোলনের অন্যতম অধ্যায় ছিলো ৫ লাখ মানুষের ঘরে ঘরে বিদ্যুত সুবিধা দেয়া। যে ওয়াদা আজ পূর্ণ হতে চলছে। বিচক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রজ্ঞার প্রতিফলন হিসেবে দেশের দূর্গম সাগরের প্রতিকুলতা মারিয়েও সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেসব অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠির মাঝে পর্যন্ত বিদ্যুত সেবা দিতে সক্ষম হয়েছেন। যার ফলশ্রæতিতে দেশের প্রতিটি গ্রাম যেন আজ রাতের শহরে রুপ নিয়েছে। এ সময় বক্তব্য রাখেন, শাখাওয়াত জামিল সৈকত সহকারী কমিশনার ভুমি, শেখ মোহাম্মদ আলী পিরোজপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার, উপস্থিত ছিলেন মুহা. নুরুল ইসলাম বাদল থানা অফিসার ইনচার্জ। বক্তব্য রাখেন রফিকুল ইসলাম টুকু পৌর সভাপতি জাতীয় পার্টি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রফেসর ফারুক হাসান ও মোতালেব হোসেন রুস্তুম আলী ফরাজী কলেজ প্রমুখ।