মোঃফেরদৌস মঠবাড়িয়া,প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মতিয়ার রহমান (৫৪)নামে এক কসমেটিক্স ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ব্যবসায়ির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মতিয়ার রহমান পাশ্ববর্তী পাথরঘাটা উপজেলার বেতমোর গ্রামের মৃত কেরামাত আলী জামাদারের ছেলে। স্থানীয় বাজারের কসমেটিক্স ব্যবসায়ী।
জানাগেছে,পাথরঘাটা উপজেলার বেতমোর গ্রামের নিহত মতিয়ারের সাথে প্রতিবেশী মৃত. সতীশ খড়াতির ছেলে পংকজের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় আদালতে মামলা হলে প্রতিপক্ষ পংকজ ওই মামলায় হেরে যাবার আশংঙ্কায় অতি সম্প্রতি সতীশ তাঁর মেয়েকে দিয়ে নিহতের ভাই জাকিরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে পাথরঘাটা থানায় মামলা করে।ওই মামলায় পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরন করেন।নিহত মতিয়ার রাহমান শনিবার সকালে বরগুনায় গিয়ে জাকিরের জামিন করার বিষয়ে আইনজীবীদের সাথে কথা বলে বাড়িতে আসেন। এরপর রাতে বাড়িতে এসে স্ত্রী রহিমা খাতুন কে ছোট ভাইয়ের জামিনের বিষয় অবহিত করার সময় প্রতিপক্ষ পংকজ খড়াতি, পালাশ,প্রশান্ত, সঞ্জিতা রানী, মিলন, সমাপ্তি, পপি, নূর ইসলাম সরদার, শাহজাহান চৌধুরী,সঞ্জয়সহ অজ্ঞাত ২-৩ জন ঘরে উঠে নিহতের স্ত্রীকে ওড়না দিয়ে হাত ও মুখ বেঁধে রেখে মতিয়ার রহমান কে টেনে-হিচড়ে ঘরের বাহিরে নিয়ে যায়। এ সময় নিহত মতিয়ারের স্ত্রীর ডাক-চিৎকারে স্থানীয়রা এসে স্ত্রী রহিমাকে উদ্ধার করে। অতঃপর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে বাড়ির উঠান থেকে আমার মতিউর রহমান কে অচেতন অবস্থায় এ্যাম্বুলেন্সে করে মঠবাড়িয়া সরকারি হাসপাতালে নিয়ে গেরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রহিমা খাতুন জানান,আমার স্বামীর অন্ডকোষ ভাংঙ্গা ও গলায় দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতর চিহ্ন রয়েছে। এ বিষয় নিহত মতিয়ার স্ত্রী রহিমা খাতুন থানায় মামলা করবে বলে জানান।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস জানান, মতিয়ার রহমান কে হাসপাতালে আনার পূর্বেই তাঁর মৃত হয়েছে।
মঠবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ নূরুল ইসলাম বাদল গণমাধ্যম কে জানান , মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মতিউর রহমান এর নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে জেলা-মর্গে পাঠানো হয়েছে।এ বিষয় অভিযোগ পেলে আইনন ব্যবস্থা নেওয়া হবে ।