মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের শহীদ মাখন লাল দাস অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ।”
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ।
মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ হালিম তালুকদার, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এমাদুল হক খান, সমাজসেবা অফিসার মোঃ শফিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলি আহাদ, পিরোজপুর পল্লী বিদ্যুত সমিতির মঠবাড়িয়া জোনের ডিজিএম নিত্যানন্দ কুন্ডু,মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু প্রমুখ।
এরপর দুপুর সাড়ে ১২টায় প্রশিক্ষিত যুবকদের মধ্যে যুব ঋনের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আমাদের সময় পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক ইসরাত জাহান মমতাজ।