নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
মণিরামপুরে উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সু-সংহত রাখা, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য, সংহতি ও সম্প্রীতির মনোভব বজায় রাখার উদ্দেশ্যে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবির হোসেন পলাশের সভাপতিত্বে এবং কমিটির সদস্য ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা সামজিক-সম্পীতি কমিটির সদস্য উপজেলা আওয়ামীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, থানার অফিসার ইনচার্জ নুর-ই-আলম সিদ্দীকি।এছাড়া এ সময়ে উল্লেখিত বিষয়ে শতভাগ সফলতায় করনীয় সম্পর্কে অন্যান্যের মধ্যে উন্মুক্ত আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা সামাজিক-সম্পীতি কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান আব্দর রাজ্জাক, ইঞ্জি. আলমগীর হোসেন, আলমগীর হোসেন লিটন, আব্দুল হামিদ সরদার, আয়ুব আলী গাজী, শেখর চন্দ্র রায়, সিরাজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা প্রশাসেনর বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বীদের পুরোহিত, সুশীল সমাজ ও শিক্ষার্থী প্রতিনিধি।