সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন খুলনা ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী জনাব নারায়ন চন্দ্র চন্দ। আজ সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২ টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
তিনি সংসদীয় খুলনা ৫ আসন (ডুমুরিয়া-ফুলতলা) থেকে পরপর তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও একই সংসদীয় আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন তিনি।
ডুমুরিয়া ও ফুলতলার আওয়ামীলীগের সকল সংগঠনের নেতা কর্মীবৃন্দদের সাথে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। তিনি জানান,প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার সকল স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পুনরায় বিপুল ভোটে বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় রাখার কোনো বিক্ল্প নেই। ডুমুরিয়া ও ফুলতলার সর্বস্তরের জনসাধারন পাশে সকল পরিস্থিতে তিনি সর্বক্ষণ আছেন এবং এভাবেই কাজ করে যেতে চান।