নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী মনোহরদী মডেল কলেজের শারমিন আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ থানায় অভিযোগ ৩ মাসেও উদ্ধার হয়নি শিক্ষার্থী পরিবার অসন্তোষ প্রকাশ করে।সম্প্রীতি শারমিন আক্তার নামে এই কলেজ শিক্ষার্থী সকাল ৯ টার সময় চন্দনপুর নিজ বাড়ি হতে কলেজের উদ্দেশ্যে রওয়ানা দেয়, পড়নে কলেজের ইউনিফর্ম এবং বই খাতা ছিল বলে পরিবার সুত্রে জানা যায়। তার পরদিন মনোহরদী থানায় শিক্ষার্থীর বাবা মোঃ সুরুজ মিয়া বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি ভুক্ত করেন এবং (rab 11) ও অভিযোগ করা হয় কিন্তু দুঃখের বিষয় তিন মাস গত হলেও এর কোন শুরাহ করতে পারিনি মনোহরদী থানা পুলিশ। নিখোজ হওয়া শারমিন আক্তার আজ রবিবার ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষায় মনোহরদী সরকারি কলেজে অংশগ্রহণ করে বলে জানা যায়। বারবার প্রশাসনকে জানালেও এর কোন প্রতিকার নেয়নি বলে ভুক্তভোগী পরিবার৷ জানান । এ ব্যাপারে মনোহরদী মডেল কলেজের প্রিন্সিপালকে বারবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।উক্ত ঘটনায় শিক্ষার্থীর বাবার কাছে জানতে চাইলে তিনি জানান কারো কোন সহযোগিতা আমি পাচ্ছি না আমার মেয়ের চিন্তায় এর মা অসুস্থ প্রায় হয়ে গেছে। আমি প্রশাসনের নিকট আকুল আবেদন জানাই শীঘ্রই যেন আমার মেয়েকে উদ্ধার করে আমার বুকে ফিরিয়ে দেয়, তাহলে আমি প্রশাসনের কাছে চির কৃতজ্ঞ থাকবো।