মোঃ সফিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে পাইকগাছা নেতৃবৃন্দের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কপিলমুনি নিউজ কর্ণারে পাইকগাছা উপজেলা কমিটি গঠন, সাংবাদিক হয়রানীর প্রতিবাদ এবং খুলনা বিভাগীয় প্রচার সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সুস্থতা কামনায় দোয়াসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিএম মিজানুর রহমান মিজান,(দৈনিক যুগান্তর/ লোকসমাজ) খুলনা বিভাগীয় কমিটির শেখ আব্দুল গফুর( দৈনিক গ্রামের কাগজ) জি এম আসলাম দৈনিক স্পন্দন) শেখ দীন মাহমুদ,(দৈনিক নয়া দিগন্ত দি বাংলাদেশ টুডে,)শেখ সেকেন্দার আলী, (দৈনিক সকালের সময়,) আবুল কালাম আজাদ, (দৈনিক প্রতিদিনের কথা) মোঃ ফসিয়ার রহমান (দৈনিক প্রতিদিনের সংবাদ,) মহানন্দ অধিকারী মিন্টু ,(দৈনিক ভোরের পাতা,)আঃ সবুর আল -আমিন (দৈনিক সত্য পাঠ)পলাশ কর্মকার (দৈনিক পূর্বাঞ্চল)মিলন দাশ ,(দৈনিক ভোরের ডাক,)আব্দুর রহমান (দৈনিক প্রবাহ) শেখ আব্দুল আলিম,খায়রুল ইসলাম, শেখ নাদীর শাহ প্রমুখ।