নওগাঁ জেলা প্রতিনিধিঃ
উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়, আয়োজনে মহাদেবপুর থানা নওগাঁ।উপস্তিত ছিলেন মহাদেবপুর থানা নতুন ওসি মোঃ মোজাফফর হোসেন,সার্কেল অফিসার, জয় ও তদন্ত ওসি আবুল কালাম আজাদ, এবং উপজেলা চেয়ারম্যান ভোদন ভাই উপজেলা মহিলা ভ্যাইচ চেয়ারম্যান পলি আপা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেন্বারা।
২৯-১০-২০২২ইং ( শনিবার )
নওগাঁ জেলার মহাদেবপুর থানা নতুন ওসি মোজাফফর স্যার তার মুল্যবান দিকনির্দেশনা মূলক কথা বলেন, মহাদেবপুর উপজেলার কোন প্রকার ক্রাইম হতে দিবেনা ।
আজ সকাল ৯,৩০ মিনিট থেকে দুপুর ১২,৩০টা প্রজোন্ত আনুষ্ঠান করেন, এই মহাদেবপুর থানার নতুন ওসি মোজাফফর স্যারকে পেয়ে এলাকার জনগন আনেক আসা বাদী, তিনি ওয়াদা করেন এই থানায় কোন প্রকার মাদক ও ছিনতাই চুরি ও ইভটিজিং হতে দিবেনা ।
কমিউনিটি পুলিশিং দের উদেশ্য করে বলে যার যার এলাকাই নজর রাখতে এবং মহাদেবপুর থানাকে সহযোগিতা করার জন্য ।
নতুন সার্কেল স্যার (জয়) কে পেয়ে ও আনেক আসা বাদী এলাকার জনগণ, তিনি জানান এই এলাকায় আনেক মাদকাসক্ত যুবক এই সুবাদে যুবকদের বাবা ও মা কে আনেক উসাহিত করেন, এবং বাবা মা ও জনগণকে সচেতনতামূলক কথা বলেন ও আলোচনা শেষ করেন।