নওগাঁ জেলাঃএস এ উজ্জ্বল
নওগাঁর মহাদেবপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বাড়ীর সামনে কাটা তারের বেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতুড় ইউনিয়নের গোফানগর গ্রামে। জানাগেছে, ওই গ্রামের মোঃ হবিবর রহমানের সাথে একই গ্রামের মৃত মোসলেম উদ্দীনের পুত্র মোঃ গোলাম হকের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত ২৫ মার্চ সকালে হাবিবুর রহমানের বসতবাড়ী জোড়পূর্বক কাটা তারের বেড়া দিয়ে ঘিরে দেয়। এতে হাবিবুর রহমান পরিবার নিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। এ ঘটনার প্রতিবাদ জানালে মোঃ গোলাম হক ও তার লোকজন হবিবর রহমান ও তার মেয়ে হাফিজা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় হাবিবুর রহমান মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।