নওগাঁ জেলাঃএস এ উজ্জ্বল
: নওগাঁর মহাদেবপুরে পুলিশি তৎপরতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম উন্নতি হয়েছে। কমেছে চুরি, ডাকাতি, ছিনতায়ের ঘটনা। কয়েক মাস পূর্বে এ উপজেলার চুরি, ডাকাতি, ছিনতায়ের একাধিক ঘটনা ঘটলেও এখন সেসব ঘটনা নেই বললেই চলে। এতে জনমনে ফিরেছে স্বস্থি। মহাদেবপুর থানার বর্তমান অফিস ইনচার্জ মো: মোজাফফর হোসেন এ থানায় যোগদানের পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়া শুরু হয়েছে বলে জানান এলাকাবাসী। মে: মোজাফফর হোসেন অফিসার ইনচার্জ হিসেবে যোগ দিয়েই চুরি, ডাকাতি, ছিনতায়ের ঘটনা প্রতিরোধে মনোযোগ দেন এবং মাদক বিরোধী সারাশি অভিযান শুরু করেন। এত তৎপরতার মাঝেও দু-একটি চুরি, ছিনতায়ের ঘটনা ঘটলেও পুলিশি অভিযানে সেব ঘটনার সাথে জড়িতরা গ্রেফতার হচ্ছে এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধার হচ্ছে। এ উপজেলায় চাঞ্চল্যকর সর্বশেষ ছিনতায়ের ঘটনাটি ঘটেছিল গত ১৬ মার্চ। এ ঘটনার পর পুলিশের তৎপরতায় জড়িতরা অতি দ্রæত গ্রেফতার হয়েছে। জানা গেছে, গত ১৬ মার্চ নওগাঁর নজিপুর পৌর এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে মোটা অংকের টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ি আব্দুল জব্বার (৫৫)। পথিমধ্যে মহাদেবপুর-মাতাজীহাট সড়কের বেলট মোড়ে দুটি মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাত চার যুবক পথ রোধ করে চোখে-মুখে মরিচের গুড়ো ছিটিয়ে ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যাগে এবং পকেটে থাকা মোট ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। পরদিন ভুক্তভোগী উপজেলার রাইগাঁ ইউনিয়নের বেলট গ্রামের মৃত মুনসুর আলী সরদারের ছেলে আবদুল জব্বার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর গত ১৮ মার্চ রাত থেকে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এ মামলায় দু’জনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- জয়পুরহাট জেলার কাশিয়াবাড়ি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম(৩৮) ও তেঘরবিশা গ্রামের মৃত মাহাতাব উদ্দীনের ছেলে লিমন হোসেন মিন্টু (৩৩)। এসময় তাদের হেফাজতে থাকা নগদ দুই লাখ ৩০ হাজার টাকা, লুণ্ঠিত টাকায় ক্রয়কৃত একটি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল, একটি ফ্রিজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাদে আসামীরা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গত ২০ মার্চ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। গত ২৯ মার্চ দিবাগত রাতে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা সদরের দমদমা মহল্লার জয়নাল আবেদীনের ছেলে রবিউল ইসলাম রেজা (৩৫) ও সদর উপজেলার শান্তিনগর মহল্লার আশরাফ আলীর ছেলে আবু রায়হান রাসেলকে (৩১) এ মামলায় আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতায়ের ১৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে নিশ্চিত করেছে পুলিশ। সবশেষ গত পাঁচ এপ্রিল এ ঘটনার মুল পরিকল্পনাকারী দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার জামগ্রাম গ্রামের আনিসুর রহমান ছেলে মঞ্জুরুল ইসলামকে (৩৮) নিজ বাড়ি থেকে আটক করে থানা পুলিশ। এদিকে, থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজন সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ২০ জনকে আটক করেছে। গত নয় এপ্রিল রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজন ও আট এপ্রিল শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে পুলিশ আটক করে। আটককৃতদের মধ্যে চারজন সাজাপ্রাপ্ত আসামী রয়েছে। অন্যদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। বিষয়টি করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন। তিনি জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো: মোজাফফর হোসেন নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর মো: মোজাফফর হোসেন বলেন ভাল কাজের পুরস্কার আরো ভাল কাজ করতে উৎসাহিত করে। তিনি এসব ভাল কাজের ধারাবাহিকতা রক্ষার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।