নওগাঁ জেলা ঃউজ্জল
মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাফফর হোসেনের নির্দেশক্রমে এসআই মোঃ শামিনুল ইসলাম ও এএসআই মোঃ জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গতকাল মহাদেবপুরে লিচু বাগান এলাকাই তাদেরকে ইয়বা সহ গ্রেপতার করে আসামী ১। মোঃ সোহেল রানা (৩৬), পিতা- মোঃ আশরাফুল ইসলাম, সাং- মহাদেবপুর লিচুবাগান, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ কে ০১ নং মহাদেবপুর ইউপির অর্ন্তগত লিচুবাগানস্হ জননী ক্লিনিকের পূর্ব পার্শ্বে সিড়ির উপর হইতে বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখা অবস্হায় ২৯ (উনত্রিশ) পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। আসামীকে থানায় আসিয়া হাজির হইলেন । সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় জনশ্রুতি আছে । উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হইতেছে ।