নওগাঁ জেলা প্রতিনিধিঃ ঃউজ্জল
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক এ দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ এবং শিবগঞ্জ মোড়স্থ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন বেলা ১০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবিব ভোদন, বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক, সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল, থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক বকুল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেব, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাওছার আলী প্রমুখ।#