নওগাঁ জেলা ঃউজ্জল
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পাল স্যারের নেতৃত্বে, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাফফর হোসেন, মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মহাদেবপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১ । পারীঃ জারীঃ মোকদ্দমা নং- ৫৯/২১ এর আসামী মোঃ আবুল কালাম আজাদ, পিতা- মোহাম্মদ আলী সরদার, সাং- সারতা ২ । অর্থজারী- ২২/২২ এর আসামী মোঃ আঃ লতিফ মন্ডল, পিতা- মৃত তমির উদ্দিন, সাবেক সাং- মহাদেবপুর, বর্তমান সাং- কুঞ্জবন লক্ষনপুর ৩ । জিআর-৩১৬/১৩(মহাঃ) এর আসামী মোঃ আজাহার আলী, পিতা- আব্বাস আলী মন্ডল, সাং- শহরাই উত্তরপাড়া ৪ ।জিআর-৩১৬/১৩(মহাঃ) এর আসামী আসাদ আলী মন্ডল, পিতা- আজাহার আলী মন্ডল, সাং- শহরাই উত্তরপাড়া ৫ । জিআর- ২৬১/২২(মহাঃ)এর আসামী মোঃ রুবেল হোসেন(৩০), পিতা- মোঃ আব্দুল জব্বার, সাং- আতুড়া ৬ । জিআর-৭২/১৫ এর আসামী মোঃ আবু খায়ের মন্ডল, পিতা- মৃত রিয়াজ উদ্দিন মন্ডল, সাং- মাদিশহর ৭ । জিআর- ১৫৯/১৫(মহাঃ) এর আসামী শ্রী গ্রোরাঙ্গ @ লাড্ডু মহন্ত, পিতা- শ্রী গোবিন্দ মহন্ত, সাং- আটুরা পূর্বপাড়া ৮ । জিআর- ৩৬/১৭(মহাঃ) এর আসামী মোঃ রায়হান আলী, পিতা- মোঃ আবুল হোসেন, সাং- রঘুনাথপুর ৯ । সিআর- ৫০৮/২১(মহাঃ)এর আসামী মোঃ ইমদাদ মিঞা, পিতা- আনোয়ার, সাং- শিবগঞ্জ উত্তরপাড়া ১০ । সিআর-৮৭১/২২(মহাঃ)এর আসামী মোঃ হাফিজুল ইসলাম, পিতা- মোঃ মাজেদ আলী, সাং- উজানি ১১ । সিআর-৭২৫/২২ এর আসামী মোঃ শাহীন মন্ডল, পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- উজানি ১২ । নারী শিশু মামলা নং- ২১১/১৭ এর আসামী মোঃ আফজাল হোসেন, পিতা- মৃত তরেজ উদ্দিন, সাং- গোবিন্দপুর ১৩ । নারী শিশু মামলা নং- ২১১/১৭ এর আসামী মোছাঃ মতিজান বিবি, স্বামী- মোঃ আফজাল হোসেন, সাং- গোবিন্দপুর, সর্বথানা- মহাদেবপুর, জেলা- নওগাঁদেরকে ওয়ারেন্টমূলে গ্রেফতার পূর্বক অদ্য ইং ০৯/০৪/২০২৩ তারিখ বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়।