মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
ওর নাম অরন্য। ওকে ফাঁকি দিয়েই ওর মা রূপালী যাচ্ছিলো মহালয়ায়। রূপালী ফিরেও এসেছে। তবে প্রাণহীন লাশ হয়ে। মহালয়া, নৌকাডুবি, মৃত্যু- এসবের কিছুই বুঝেনা তিনবছর বয়সি ছোট্ট অরন্য। তবে গত ৫ দিন ধরে মায়ের অনুপস্থিতি যে উপলব্ধি করছে তা তার মলিন মুখ দেখে বুঝার অপেক্ষা রাখেনা। দাদি ফুলতে রানীর কোল থেকে এদিক ওদিকে তাকিয়ে হয়তো ভাবছে কখন মা আসবে।