সাদ্দাম উদ্দীন রাজ ‘ নরসিংদী জেলা থেকে–
নরসিংদী জেলা রায়পুরা উপজেলা মহেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আজ ২০ তম জন্মদিন। তার জন্মদিনে মহেশপুর ইউনিয়ন সহ-দেশবাসি কে সালাম ও ভালোবাসা জানালেন।
নরসিংদী ০৫ আসনের রাযপুরার ০৬ বারের নির্বাচিত এমপি,ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী” জনাব, রাজিউদ্দীন আহম্মেদ রাজু সকালের এক বিজ্ঞপ্তিতে বলেন- মহেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তার আজ (২০ তম) জন্মদিনের ওর জন্য দোয়া ও শুভকামনা রইলো, আগামীতে ভালো কিছু করবে বলে জানান এই শীর্ষ নেতা।
রায়পুরা উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মানবিক ছাত্রনেতা জাহিদুর ইসলাম তুহিন বলেন- একজন মুজিব আদর্শের সৈনিক গোলাম মোস্তফা এর জম্মদিনে অনেক অনেক দোয়া শুভকামনা ও ভালোবাসা রইলো, আগামীতে ভালো কিছু করবে এই প্রত্যাশায় রাখি।
বুধবার ০১ ফেব্রুয়ারি গোলাম মোস্তফা এর জন্মদিন। এ উপলক্ষে দিন ব্যাপী তার ইউনিয়ন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীকে ও শ্রেণীপেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে সন্ধ্যা তার বাসভবনে ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দরা কেক কেটে নানা উৎসব মধ্যদিয়ে জম্মদিন পালন করেন। সে সঙ্গে তারা গোলাম মোস্তফা’র সুস্থ জীবন ও দীর্ঘয়ু কামনা করেন।
এসময় গোলাম মোস্তফা সবার উদ্দেশ্য বলেন- আমার জন্মদিন উপলক্ষে আজকের এইদিন আমাকে আপনার ফেইসবুকে, মেসেজ্ঞারে,মোটো,ফোনে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞতা।
এছাড়া ও তিনি আরো বলেন মানুষের ভালোবাসাই আমার সম্পদ। আমাকে আপনারা সবমসময় ডাকবেন আমি সবমসময় আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসাই আমাকে সমৃদ্ধ করে। আমি আমার জীবনে এইভাবেই মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।