ওসমানীনগর সিলেট প্রতিনিধি ::
মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দীর্ঘ ০৫ বছর পরে কাউকে কোন কিছু না বলে দেশে ফিরেন কাতার প্রবাসী সন্তান মোঃ জুনেদ মিয়া (২৩)।দেশে পৌঁছে ফেরার পথে শ্যামলী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পাসপোর্ট সহ সবকিছু হারান তিনি। এখনো পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। জানা যায় সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিপাড়া গ্রামের আব্দুল ছুপানের কাতার প্রবাসী পুত্র জুনেদ মিয়া দীর্ঘ ০৫ বছর প্রবাসে বাস করার পরে নিজের মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কোন কিছু না জানিয়ে গত ৪ মার্চ বিমান যুগে দেশে ফিরেন।রাজধানী ঢাকা থেকে তিনি সিলেটে ফেরার উদ্দেশ্যে ঐদিনই শ্যামলী পরিবহনে রওনা দিয়েছিলেন। সকাল ছয়টার দিকে শ্যামলী পরিবহন সিলেট বাস কাউন্টারে থামার পর সকল যাত্রীরা নেমে যান, কিন্তু বাসের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকেন প্রবাসী জুনেদ মিয়া। বাসের সহকারী বিষয়টি দেখতে পেয়ে তাকে ডাকাডাকি করেন এবং কোন সারা শব্দ না পেয়ে টিকিটের গায়ে লিখা মোবাইল নাম্বারে কল করলে জুনেদ মিয়ার বড় ভাই রুবেল মিয়া মোবাইল ফোন রিসিভ করেন। ভাইয়ের অজ্ঞান হয়ে পড়ে থাকার খবর পেয়ে তিনি দ্রুত গতিতে বাস কাউন্টারের রওনা দিয়ে প্রবাসী ছোট ভাইকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিন দিন হয়ে গেল এখনও পর্যন্ত জ্ঞান ফিরিনি প্রবাসী জুনেদ মিয়ার।কাতার প্রবাসী জুনেদ মিয়ার ছোট বোন মনি জানান তার ভাইয়ের সাথে কোন ধরনের জিনিসপত্র তারা পাননি, এমন কি ভাইয়ের পাসপোর্ট ও খুঁজে পাওয়া যায়নি। তারা ধারণা করছেন সবকিছুই অজ্ঞান পার্টি নিয়ে গেছে।