মীর ইমরান- মাদারীপুর নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুরের মুস্তফাপুর বাজারে অবৈধ ভাবে এক ডিলার সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে সোমবার সন্ধ্যায় মুস্তফাপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় মেসার্স জগদীশ ট্রেডাসের প্রোপাইটরকে
নগদ ৩০.০০০ হাজার টাকা জরিমানা -১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
সোমবার সন্ধ্যায় ৭ টার সময় মাদারীপুর সদর উপজেলার মুস্তফাপুর বাজারের সার ও বীজের পরিবেশন মেসার্স জগদীশ ট্রেডার্সের মালিক সদানন্দ কুন্ডুকে এ দন্ড দেন , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃমাঈনুদ্দিন।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ মাঈনুদ্দিনের নেতৃত্বে , মাদারীপুরের মুস্তফাপুর বাজারের সার ব্যবসায়ী ও সরকারি সার ডিলার মেসার্স জগদীশ ট্রেডার্সের মালিক সদানন্দ কুন্ডু সার সংকট সৃষ্টি করে তা গুদামে অবৈধ ভাবে ৮’শ ২৪ বস্তা ইউরিয়া, ডিএসপি ও পটাশ সার মজুদ করেন।
বাজারে সার সংকট দূর করতে সোমবার সন্ধ্যা-৭টার দিকে,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃমাঈনুদ্দিন ,একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এ সময় মুস্তফাপুর বাজারে বিভিন্ন গোডাউনে অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীর গুদাম থেকে ৮’শ ২৪ বস্তা সার জব্দ করেন। জব্দকৃত অবৈধ সার মজুদের অভিযোগে মেসার্স জগদীশ ট্রেডাসের প্রোপাইটর সদানন্দ কুন্ডুকে ,সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (১) ধারায় ৩০ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।