আমিনুল হক বাবু , ক্রাইম রিপোর্টার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
একটি মাদ্রাসার প্রায় ২শতাধিক কুরআনের পাখিদের মাঝে পবিত্র কুরআনুল কারীম ও অন্যান্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন মানবিক পুলিশ আকরাম হোসেন।পাবনা জেলার ফরিদপুর উপজেলার পাছ পুংলী ইউনিয়নের পাছ পুংলী গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মন্ডল এবং মাতা মোছাঃ চায়না বেগমের কৃতি দুই সন্তানের মধ্যে ছোট ছেলে প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির জেনারেল ম্যানেজার (জি,এম) কার সিলেকশন গুলশান, বারিধারা,ঢাকা এবং বড় ছেলে একজন মানবিক পুলিশ মোঃ আকরাম হোসেন স্বপন কনষ্টেবল, বাংলাদেশ পুলিশ।এই মানবিক পুলিশ তিনি তার নিজ এলাকায় মানব সেবার এগিয়ে আসছেন নিজ উদ্যোগে এলাকার ইয়াতিমদের কে তিনি খাদ্য-খাবার, পোশাক-আশাক ,বাই-পুস্তকের ব্যবস্থা করে দেন। পাশা-পাশি এলাকার বিভিন্ন উন্নয়নে তিনি নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তিনি মিলাদ-মাহফিলের আয়োজক হিসাবে কাজ করে যাচ্ছেন। তার এলাকার লোকজন তাকে সবাই মানবিক পুলিশ বলে চেনে ও জানে। তিনি দরিদ্র, হতদরিদ্র, অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন ।রবিবার (৯ এপ্রিল) বেলা ৩টায় পাবনার ফরিদপুর উপজেলার দিঘলীয়া আলহাজ্ব জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে দিঘলীয়া মুহাম্মাদিয়া নুরানী তা’লীমুল কুরআন ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই কুরআন শরীফ ও হিজাব ,টুপি , আতর সামগ্রী বিতরণ করেন মানবিক পুলিশ আকরাম হোসেন ও তার সহোদর ভাই ঢাকার কার সিলেকশনের জিএম মো. হুমায়ুন কবীর।
মাদ্রাসার পরিচালক আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঙ্গলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল করিম সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবিক পুলিশ পার্শ্ববর্তী পাচপুঙ্গলী গ্রামের সন্তান আকরাম হোসেন, এ্যাড. এমএ মোমিন সরকার, রুবেল রানা প্রমূখ।
আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাজিম উদ্দিন সরকার, ইউপি সদস্য গোলজার হোসেন, আবু রায়হান সহ অনেকেই।পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভসুচনা করা হয়, পরে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যক্তিগত নৈপুন্য প্রদর্শন করে।অুনষ্ঠানের শেষে দিঘলীয়া মুহাম্মাদিয়া নুরানী তা’লীমুল কুরআন ও হাফিজিয়া মাদ্রাসার প্রায় ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ, আমপাড়া, আতর, টুপি, হেজাব উপহার দেয়া হয়।উল্লেখ্য, মানবিক পুলিশ মো. আকরাম হোসেন ও তার ভাই হুমায়ুন কবির দীর্ঘদিন যাবৎ আর্তমানবতার উন্নয়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধা বঞ্চিত শ্রেণীর মানুষের মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছেন।