স্টাফ রিপোর্টার, মোঃ বজলুর রহমানঃ-
ব্যবসা বা খামারির মূল উৎস হলো ‘পুঁজি’ ৷ গ্রামের খেটে খাওয়া জনগণ অনেকে মূলধন বা পুঁজি না থাকার কারণে তারা না পারছে ভালোভাবে ব্যবসা করতে, না পারছে খামার করতে ৷ এমন সুবিধাবঞ্চিত লোকদের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান অর্থাৎ এনজিও এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷
এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বলধারা ইউনিয়নের চান্দার মোড়ে ২০১১ সালে সমাজ কল্যাণকামী কয়েকজন ব্যবসায়ী একটি সমবায় সমিতি গড়ে তোলেন এবং তার নামকরণ করা হয় ‘গ্রামীণ আলো ‘ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ৷
দীর্ঘ ১১ বছর যাবৎ এ প্রতিষ্ঠান সুনামের সাথে দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে বিভিন্ন অসহায় পরিবারকে কয়েক কোটি টাকার মত ঋণদান করে ৷ এরই পাশাপাশি এলাকার উন্নয়নে উদ্যোক্তা বাড়ানোর চেষ্টা করে থাকে ৷ তথ্য নিয়ে দেখা যায়, গ্রাহকদের গরুর খামার ও পোল্টি মুরগি পালনে ব্যাপক উৎসাহিত করে থাকে ‘ গ্রামীন আলো ‘ এ প্রতিষ্ঠানটি ৷
কিন্তু সাম্প্রতিক মুহূর্তে গ্রামীন আলোর সমবায় সমিতির নামে অর্থ হাতিয়ে নেওয়ার বিভিন্ন অভিযোগ ওঠে ৷ এমন অভিযোগের ভিত্তিতে,
‘দৈনিক ঢাকার টাইমস ‘ এর প্রতিনিধিগণ গত ২৯/০৮/২০২২ ইং তথ্য সংগ্রহ করতে গেলে অভিযোগকারীরা কোন প্রকার লিখিত প্রমাণাদি দেখাতে পারেনি ৷ এ বিষয়ে গ্রামীণ আলো সমবায় সমিতির প্রতিষ্ঠাতা মোঃ আমিনুর ইসলাম কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, এ সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক ৷ তিনি বলেন, “ আমি এ প্রতিষ্ঠানটি দীর্ঘ ১১ বছর যাবত অনেক কষ্ট ও মেহনতের সাথে প্রতিষ্ঠিত রেখেছি ৷ কিন্তু আমার এ প্রতিষ্ঠান কে ধ্বংসের লক্ষ্যে এলাকার কিছু নোংরা প্রকৃতির লোক বিভিন্ন দুর্নাম ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে ৷ কিন্তু, আমরা দমে যাওয়ার লোক নই ৷ যদি কেউ আমার প্রতিষ্ঠানের সাথে কোন প্রকার লেনদেন থাকে , তবে বৈধ কাগজপত্র নিয়ে আমাদের সাথে সংযোগ করলে অবশ্যই আমরা তার প্রাপ্য দিতে বাধ্য থাকবো ৷”
প্রতিষ্ঠাতা আমিনুর ইসলাম বলেন , “আমার প্রধান লক্ষ্য হলো, এলাকার উন্নয়ন এবং দারিদ্রতা বিমোচন ৷ যাতে আমার এলাকার ও আশেপাশের কোন লোক দারিদ্রতায় না ভোগে ৷ ‘কর্ম যদি থাকে ঠিক, তবে অবশ্যই তার ফল হবে সুমিষ্টি ‘ ৷ ”
তিনি আরো বলেন, “ আমার এ প্রতিষ্ঠান থেকে কিছু লোক পূর্ণ সুযোগ-সুবিধা নিয়ে পরে অসংগতি ভাবে ঝামেলায় লিপ্ত হয় ৷ এ বিষয়ে আমি আইনের স্বরপণ্য হয়ে কোর্টে মামলা করি ৷ আমার বিশ্বাস, তারা অন্যদেরকে উস্কানিমূলক কথা বলে আমার প্রতিষ্ঠানের দুর্নাম রটানোর চেষ্টা করছে ৷ আমার তিলে তিলে গড়ে তোলা এ সুনামধন্য প্রতিষ্ঠানটি আজ সমাজের কিছু দুষ্কৃতী মানুষের কারণে হুমকির সম্মুখীন ৷ আমার প্রতিষ্ঠানের সকল কাগজপত্র বৈধ এবং সরকারি রেজিস্ট্রেশনপ্রাপ্ত ৷ অতএব সরকারের নিকট আমার একটি দাবি , তা হলো ঐ সকল দুষ্কৃতী লোকদের চিহ্নিত করে অতি সত্বর তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হোক এবং আমার সুনামধন্য গ্রামীণ আলো ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি কে সঠিকভাবে পরিচালনার সুযোগ দেয়া হোক ৷ তাদেরকে এমন শাস্তি প্রদান করা হোক যাতে করে অন্য কেউ সমাজকল্যাণমুখী কোন প্রতিষ্ঠানের ষড়যন্ত্রমূলক কোন কর্মকান্ডের সাহস না পায় ৷