শুক্রবার , ৭ অক্টোবর ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অভিযান
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আগুন দুর্ঘটনা
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আরো
  10. আলোচনা সভা
  11. ইসলামিক
  12. উদ্ধার
  13. কবিতা
  14. কমিটি গঠন
  15. কৃষি সংবাদ

মানিকগঞ্জে দিবালোকে নদীকে অপহরণ ৷

প্রতিবেদক
ঢাকার টাইম
অক্টোবর ৭, ২০২২ ৯:৫৩ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার মোঃ বজলুর রহমানঃ-

মানিকগঞ্জে স্থানীয় জনতার সম্মুখে ,বিকট শব্দ দূষণের মাধ্যমে কালিগংগা নদীর দু পাড় কে ধ্বংস করে এবং নদীর তলদেশ বিধির্ণ করে , গহীন থেকে বালু- মাটি দিবালোকে জনতার সম্মুখে ঘিওর থেকে সদরে বিক্রি করছে স্থানীয় ভূমিদস্যু রনি নামের এক যুবক ৷
এমন অভিযোগের ভিত্তিতে ‘ দৈনিক তালাশ টাইমসের ‘ প্রতিনিধিগণ বিষয়টি তদন্ত করতে গিয়ে দেখতে পান , মানিকগঞ্জ জেলার ঘিওর থানার সিনজুরী ইউনিয়নের কুটাই বাজার এলাকায় কালিগঙ্গা নদীর দুই পাড় ধ্বংস করার পর নদীর গহীন থেকে বালু অপসারণ করে নিয়ে যাচ্ছে সদর থানার দিঘী ইউনিয়নের কোন এক গ্রামে ৷ স্থানীয় লোকজন ( নাম প্রকাশে অনিচ্ছু ) বলেন, “ এ ড্রেজার দিয়ে তারা অবৈধভাবে বালু-মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করছে ৷ গত মাসে স্থানীয় প্রশাসন একবার ভেঙে রেখে যায় ৷ কিন্তু, মাস পূর্ণ না গড়াতেই তারা পুনরায় নতুন পাইপ সংযোজন করে এবং আগের ভাঙ্গা পাইপ মেরামত করে বহুদূর পর্যন্ত বালু- মাটি নিয়ে যাচ্ছে ৷ আমরা সাধারণ লোক ৷ অসহ্য বিকট শব্দ সহ্য করতে হচ্ছে ৷ আমরা নিরীহ ৷ বলার কেউ নেই ৷ যেভাবে কালিগঙ্গা নদীকে ধ্বংস করা হচ্ছে , এর ক্ষতির সম্মুখীন আমরাই হবো ৷ এটা জেনেও কেউ বাধা দেওয়ার জন্য এগিয়ে আসছে না ৷ কেন আসছে না ,তাও জানিনা ৷ আমরা এমন শব্দ দূষণ থেকে মুক্তি চাই ৷ আমরা নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই ৷ আমাদের ক্ষেত খামারিকে উদ্ধার করতে চাই ৷ আমাদের সকলের দাবি, অতিসত্বর যেন প্রশাসন এমন অবৈধ কাজের প্রতি দৃষ্টি আরোপ করেন ৷ ”
স্থানীয় লোকজন থেকে জানা যায়, ডেজারের মালিক রনি ৷ অতঃপর ডেজারের মালিক রনির সাথে যোগাযোগ করা হলে , তিনি ডেজারের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি এবং নদী খননের কোন অনুমতিপত্র দেখাতে পারেননি ৷

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট