স্টাফ রিপোর্টার মোঃ বজলুর রহমানঃ-
‘ মেধা ও কর্ম সফলতার চাবিকাঠি এবং যুব সঠিক প্রশিক্ষণ দেশে হবে উন্নয়ন’ এমন স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর সহ দেশের বিভিন্ন প্রান্তে যুব প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলছে বাংলাদেশের বেকার মুক্ত যুব সমাজ ব্যবস্থা ৷ যেখানে যুবকরা আত্ম কর্মসংস্থান গড়ে তুলে হচ্ছে স্বাবলম্বী এবং দেশকে নিয়ে যাচ্ছে উন্নয়নের শিখরে ৷ তেমনি গড়ে তুলছে সুন্দর জীবন ব্যবস্থা ও সুন্দর সমাজ ব্যবস্থা ৷
মানিকগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ শাখা ৷ যা ঘিওর থানার বানিয়াজুরী ইউনিয়নের জোকা গ্রামে অবস্থিত ৷ মহাসড়কের পাশেই এ প্রতিষ্ঠান নির্মিত হওয়ায় এই স্থান কে করেছে অলংকারিত ৷ যেখান থেকে প্রতিবছর শত শত বেকার যুবক ও ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে পাচ্ছে চাকরির সুযোগ এবং গড়ে তুলছে কেউ আত্মকর্মসংস্থান ৷
এরই ধারাবাহিকতায় ২০২২ অক্টোবরে এর সপ্তম ব্যাচ ৷ যেখানে ৬০ জন এর অধিক ছাত্র-ছাত্রী তিন মাসের প্রশিক্ষণ নিয়ে বিদায় হতে যাচ্ছে ৷ এখান থেকে তারা প্রশিক্ষণ নিয়েছে গবাদি পশু ,পল্টি ফার্ম ,মৎস্য খামার এবং কৃষি সহ বিভিন্ন প্রকারের প্রাথমিক চিকিৎসা ৷
এখানে ছাত্রছাত্রীরা পূর্ণ তিন মাস আবাসিক থেকে প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সকল খাদ্য বাংলাদেশ সরকার বহন করেছে ৷ নিয়মিত মাছ-মাংস, ডিম সহ বিভিন্ন প্রকারের পুষ্টিকর খাদ্য সরবরাহ করেছে বাংলাদেশ সরকার ৷ এখানে রয়েছে ৬ তলা বিশিষ্ট দুটি বিল্ডিং যা ছাত্র-ছাত্রীদের থাকার জন্য নির্মিত ৷ দৈনিক ক্লাস করার জন্য রয়েছে ৮ তলা বিশিষ্ট বিশাল বিল্ডিং ৷ ছাত্র-ছাত্রীদের খেলার জন্য রয়েছে সুবিশাল মাঠ এবং প্রশিক্ষণের জন্য রয়েছে হাঁস-মুরগি গরু ছাগলসহ পুকুরের ব্যবস্থা ৷ যেখান থেকে ছাত্রছাত্রীরা হাতে-কলমে প্রশিক্ষণ নিতে পারে ৷ এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা ৷যেখান থেকে ছাত্রছাত্রীরা স্বাচ্ছন্দভাবে নিয়মিত তাদের ক্লাস করতে পারে ৷
এ প্রতিষ্ঠানটির পরিচালনায় আছেন অত্যান্ত বিচক্ষণ ও নিরলস ডেপুটি ডাইরেক্টর অলকা প্রভা দে ৷ যিনি নিয়মিত সবকিছুর তদারকি করেন এবং প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের অত্যান্ত দক্ষ শিক্ষক মন্ডলী ৷
হাতে-কলমে ভ্যাকসিন দেওয়ার প্রশিক্ষনের একাংশ ৷হাতে কলমে উন্নত জাতের ঘাস পরিচর্যার প্রশিক্ষণের একাংশ ৷পুকুর পরিমাপের প্রশিক্ষণের একাংশ ৷পুকুর পরিদর্শনের একাংশ ৷