কবি ও লেখক-রতন
দেখবি সত্যিকারের মানুষ,
খোঁজ নারে মন গোপনে,
মানুষে অ-মানুষ মিশেল,
ভিন্ন করবি কেমনে?
কেউবা আপন স্বার্থ চিন্তায়,
মিথ্যার স্রোতে গা ভাসায়,
অন্যের ব্যাথার ব্যথি হয়ে,
কেউবা কেঁদে বুক ভাসায়৷৷
কেমনে পাবি সত্যের দেখা,
ভাল-মন্দের মিশ্রণে!
মানুষে অ-মানুষ মিশেল,
ভিন্ন করবি কেমনে??
চেয়ে দেখ মন শাখে,শাখে,
কতো পুষ্প ফুটে হায়,
ক-জনের সৌভাগ্য এমন,
দেবতারই পরশ পায়৷৷
মানব জনম ধন্য হবে,
সত্য মানুষ দর্শনে!
মানুষে অ-মানুষ মিশেল,
ভিন্ন করবি কেমন??
চকচকে তো কতো কিছুই,
সোনা,তামা,পিতল,তায়
পৃথক করে সেই তো সুজন,
যে আসল জহুরী হায়৷৷
মানুষেরই পাইতে দেখা,
শুদ্ধ কর-না আপনে!
মানুষে অ-মানুষ মিশেল,
ভিন্ন করবি কেমনে??