আল আমিন স্বাধীন মান্দা নওগাঁ প্রতিনিধিঃ
“চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা”’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত পালন করা হয়েছে।
রোববার (০২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু বাক্কার সিদ্দিক।প্রধান অতিথিঃ জনাব মোঃ ইমাজ উদ্দিন প্রামানিক , মাননীয় সংসদ সদস্য , ৪৯ – নওগাঁ – ৪ মান্দা ।বিশেষ অতিথিঃ জনাব মোঃ ইমদাদুল হক , চেয়ারম্যান, উপজেলা পরিষদ মান্দা, নওগাঁ ।সভায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল মান্নান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার সামসুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ প্রমূখ।
এর আগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।