আল আমিন স্বাধীন মান্দা উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দার আত্রাই নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মান্দা উপজেলার পাজরভাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ব্যক্তির নাম রেজাউল করিম আনুমানিক ৩৫-৪০ বছর তিনি রাজপাড়া, রাজশাহীর বাসিন্দা সুলতান মন্ডলের ছেলে ।
স্থানীয়রা জানান, পাজরভাঙ্গা এলাকার আত্রাই নদীর তীরে পানিতে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। এরপর বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, ওই যুবকের পকেটে একটি মানিব্যাগ পাওয়া গেছে। সেখান থেকে ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। তবে পানিতে ভিজে যাওযায় তা বোঝা যাচ্ছে না। তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।