আল আমিন মান্দা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (১২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাথইল বাথইল ও জসড়াই সংলগ্ন বিলে বিকাল ৪ ঘটিকার সময় এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
লটারীর মাধ্যমে খেলা শুরু করা হয়েছে । এসময় এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসেন হাজারো মানুষ ।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথিঃ মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, এ্যাডঃ নাহিদ মোর্শেদ (বাবু) । বিশেষ অতিথিঃ * কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, মোঃ মজিবুর রহমান, সভাপতি , ১১ নং কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ।* মোঃ তাইজুল ইসলাম (তাজ), আহবায়ক, ১১নং কালিকাপুর ইউনিয়ন বি. এন. পি, মান্দা নওগাঁ । * মোঃ মুনসুর রহমান, যুগ্ম আহবায়ক, বিএনপি। * মোঃ আলাউদ্দিন হোসেন, যুগ্ম আহবায়ক, ১১নং কালিকাপুর ইউপি । মোঃ আসাদুজামান (আসাদ), কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ মান্দা উপজেলা শাখা, * এ্যাডঃ রফিকুল ইসলাম, কালিকাপুর ইউনিয়ন বিএনপি , মান্দা , নওগাঁ। মোঃ সুলতান আলী, সভাপতি যুবদল ১১নং কালিয়াপুর ইউনিয়ন ।
আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ১১নং কালিকাপুর ইউনিয়ন শাখা, মান্দা , নওগাঁ । মোঃ শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মান্দা উপজেলা শাখা, নওগাঁ। মোঃ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মান্দা, নওগাঁ । মোঃ জিল্লুর রহমান (হ্যাপি), সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ১১নং কালিকাপুর ইউনিয়ন ।
* মোঃ আশরাফুল ইসলাম (বাবু), চেয়ারম্যান, ১১ নং কালিকাপুর ইউ.পি. মান্দা , নওগাঁ। * মোঃ ইব্রাহীম হোসেন, সাধারন সম্পাদক কালিকাপুর ইউনিয়ন । * মোঃ আব্দুল ওয়াহেদ, ইউপি সদস্য ।
পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে প্রথম পুরস্কার বড় খাসি ও দ্বিতীয় পুরস্কার ছোট খাসি ।