বুধবার , ৩ মে ২০২৩ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অভিযান
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আগুন দুর্ঘটনা
  7. আটক
  8. আত্মহত্যা
  9. আন্তর্জাতিক
  10. আরো
  11. আলোচনা সভা
  12. ইসলামিক
  13. উদ্ধার
  14. কবিতা
  15. কমিটি গঠন

মান্দায় প্রধান শিক্ষক রেজাউলের মৃত্যুর দিন দেওয়া হল যোগদানপত্র

প্রতিবেদক
ঢাকার টাইম
মে ৩, ২০২৩ ১:১১ অপরাহ্ণ

আল আমিন স্বাধীন মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

হার্টের অসুখ নিয়ে ৬ মাসের ছুটিতে ছিলেন নওগাঁর মান্দা উপজেলার আলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রেজাউল হক। চিকিৎসায় সুস্থ হয়ে গত ২০ ফেব্রুয়ারি চাকরিতে যোগদান করেন। এর পর বিল-বেতনের কাগজপত্র নিয়ে দিনের পর দিন ধর্ণা দেন উপজেলা শিক্ষা অফিসে।কিন্তু দুই মাসেও তাঁর বিল-বেতন ও যোগদানের অনুমোদন মেলেনি। দীর্ঘ ৮ মাস ধরে বিল-বেতন না থাকায় চরম অর্থ সংকটে ছিলেন এই শিক্ষক। ঈদ-উল-ফিতরেও বেতন-বোনাস উত্তোলন করতে ব্যর্থ হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। এ অবস্থায় প্রচন্ড মানসিক চাপে গত শনিবার তাঁর হার্টঅ্যাটাক হলে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে মৃত্যুর কোলে তিনি। শিক্ষক রেজাউল হকের মৃত্যুর সংবাদ জানাজানি হলে ওইদিন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা তাঁর যোগদানপত্রে স্বাক্ষর করেন। একইদিন তা পাঠিয়ে দেওয়া হয় উপজেলা শিক্ষা অফিসে। তবে দীর্ঘ দুই মাস ধরে এসব কাগজপত্র কোথায় কার টেবিলে ফাইলবন্দি ছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।প্রয়াত শিক্ষক রেজাউল হকের স্বজনেরা জানান, বিলবেতনের জন্য দিনের পর দিন কাগজপত্র নিয়ে ধর্ণা দিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার সামসুজ্জামানের কাছে। বিভিন্ন কাগজপত্র ও অজুহাত দেখিয়ে তাঁকে হয়রানী করেন শিক্ষা কর্মকর্তা।এদিকে যোগদানকালিন নিয়মিত বেতনভাতা ও ঈদ-উল-ফিতরের উৎসবভাতা উত্তোলন করতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। চরম অর্থ সংকটে স্ত্রী ও দুটি শিশু সন্তান নিয়ে ঈদের উৎসব পালন করতে পারেন নি।এ অবস্থায় মানসিক চাপে হার্টঅ্যাটাক করে না ফেরার দেশে পাড়ি জমান এই শিক্ষক।শিক্ষক রেজাউল হক উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিলকরিল্যা গ্রামের বাসিন্দা। তিনি ২০১০ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত আলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তাঁর বাবা মৃত বসরতুল্যা প্রামাণিক ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল হকের ওপর শিক্ষা কর্মকর্তার এমন আচরণে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।শিক্ষক রেজাউল হকের স্ত্রী পান্না খাতুন অভিযোগ করে বলেন,বেতন-ভাতার জন্য স্বামী রেজাউল হক উপজেলা শিক্ষা অফিসে দিনের পর দিন ধর্ণা দিয়েছেন। কিন্তু শিক্ষা কর্মকর্তা আবুল বাশার সামসুজ্জামান বিভিন্ন অজুহাতে তাঁকে হয়রানী করেন। ঈদেও বেতন-বোনাস উত্তোলন করতে পারেন নি।
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার সামসুজ্জামান বলেন, শিক্ষক রেজাউল হককে হয়রানী হয়নি। চিকিৎসকের ব্যবস্থাপত্র ও ছুটির আবেদন যথাযথ ছিল না। পরবর্তীতে সঠিক কাগজপত্র উপস্থাপন করায় তা অনুমোদনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছিল।শিক্ষা কর্মকর্তা আরও বলেন, গত রোববার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাঁর ছুটি মঞ্জুর করে চাকরিতে যোগদানের অনুমতিপত্রে স্বাক্ষর করেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ভাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নরসিংদী জেলা তাঁতী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজ শহর রংপুরের আসছে শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য স্বপ্না

কক্সবাজারে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

শরীয়তপুরে পদ্মায় বল্কহেড থেকে চাঁদাবাজির অভিযোগ

জাজিরার কাজিরহাটে নিরাপদ সড়ক চাই (নিশচা) এর সচেতনতা মূলক কর্মসূচি

নতুন ৭ হাজার নতুন দ্বীপের সন্ধান পেল জাপান।

রূপগঞ্জে কৃষকের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট ॥ আহত ২

তানোরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পরিদর্শনে কৃষি বিভাগ

তানোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলা

%d bloggers like this:

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট