আল আমিন স্বাধীন স্টাফ রিপোর্টারঃ
“দেশ যাবে কোন পথে ফায়সালা হবে রাজপথে” এই স্লোগানকে সামনে রেখে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং , প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি , ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে বিএনপি’র নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ মান্দায় মান্দা উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার প্রসাদপুর রেবা আক্তার স্কুলের পাশের মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি জনাব মোঃ সামসুল আলম প্রামানিক ,(সাবেক সংসদ সদস্য ও সম্মানিত সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ।
উক্ত সমাবেশে প্রধান বক্তাঃ জনাব এম এ মতিন সম্মানিত,( সদস্য , জাতীয় নির্বাহী কমিটি , বিএনপি) । আরোও বক্তব্য রাখেন, আবু বক্কর সিদ্দিক নান্নু , আহ্বায়ক জেলা বিএনপি , নওগাঁ । কামরুল আহসান শাহীন , সদস্য জেলা বিএনপি নওগাঁ। দেওয়ান মোঃ ফারুক , সভাপতি (ভারপ্রাপ্ত) জেলা যুবদল, নওগাঁ। শফিউল আজম টুটুল , সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবকদল , নওগাঁ। মকলেছুর রহমান মকে , সাবেক উপজেলা চেয়ারম্যান, মান্দা , নওগাঁ। এ .কে.এম নাজমুল হক নাজু , সাবেক ইউপি চেয়ারম্যান তেঁতুলিয়া ইউনিয়ন।
এসময় মান্দার ১৪ টি ইউনিয়নের জাতীয়তাবাদী বিএনপির ছাত্রদল, যুবদল , কৃষকদল, স্বেচ্ছাসেবক দলে, মহিলা দলসহ হাজার হাজার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন ।