আল আমিন স্বাধীন মান্দা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আলমগীর হোসেন ছোটমুল্লুক গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি পেশায় অটোচার্জারের চালক ছিলেন।
নিহতের স্বজনেরা জানান, আলমগীর হোসেন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে অটোচার্জারে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।