মান্দা নওগাঁ প্রতিনিধীঃ
নওগাঁর মান্দায় মৌমাছির কামড়ে মকলেছার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন আরও দুইজন।বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের নিখিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মকলেছার রহমানের মা ফাতেমা বেগম (৭০) ও তাঁর ছেলে সুমন (১৫) । তাঁরা সবাই নিখিরাপাড়া গ্রামের বাসিন্দা ।স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ছাগলের জন্য বাড়ির পাশে থাকা ডুমুর গাছে চড়ে পাতা কাটছিল সুমন। এ সময় অসাবধানবশত ওই গাছে থাকা মৌমাছির চাক কাটা পড়ে যায়। এতে মৌমাছির দল সুমনকে আক্রমণ করে ।মৌমাছির আক্রমণ ঠেকাতে গিয়ে গাছ থেকে পড়ে যান সুমন। এ সময় সুমনকে বাঁচাতে গিয়ে আক্রমণের শিকার হন তার বাবা মকলেছার রহমান ও দাদী ফাতেমা বেগম।পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মকলেছার রহমানকে মৃত ঘোষণা করেন। মকলেছারের মা ফাতেমা বেগম ও তার ছেলে সুমন হোসেন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।