আল আমিন স্বাধীন মান্দা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসার সময় সন্তানকে নিয়েই নিপা (৩০) নামে এক গৃহবধূ রিপন কুমার (২৪) নামে এক প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ।
গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক , এক ব্যাক্তি জানায় , পিড়াকৈর গ্রামের মৃত অরুণ প্রামানিক এর ছেলে আনন্দ (৪০) এর সাথে রাধানগর গ্রামের নিখিল কুমারের মেয়ে নিপার সাথে বিয়ে হয় । বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিল এবং তাদের একটি পাঁচ বছরের একটা মেয়ে আছে হঠাৎ দুই বছর আগে পিড়াকৈর গ্রামের চিত্তরঞ্জন কবিরাজের ছেলে রিপন কুমার (২৪) তাদের বাড়িতে যাওয়া আসা করে প্রতিবেশী সম্পর্কে রিপন কুমার নিপাকে কাকি বলে ডাকে এবং প্রায় সময় আসা যাওয়া করত হঠাৎ করে কিছুদিন আগে নিপা মেয়েকে নিয়ে বাবার বাড়ি নিয়ামতপুর উপজেলার রাধানগরে বেড়াতে যায় বাবার বাড়িতে বেড়ানো শেষে স্বামীর বাড়িতে আসার সময় রাস্তায় পথে হারিয়ে যায় । পরে আনন্দ তার শশুর বাড়িতে ফোন দিলে শশুর বাড়ী থেকে বলে মেয়েকে পাঠিয়ে দিয়েছি । পরে (১৪ অক্টোবর) শুক্রবার সকালে আমরা কিছু লোকজন জানতে পারি ।
এদিকে আনন্দ কুমার বাড়িতে না থাকায় মুঠোফোনের মাধ্যমে বলেন আপনারা যা শুনেছেন তা সত্যি আর এখন আমি ব্যস্ত আছি কথা বলতে পারবোনা বলে ফোন কেটে দেন ।
পালিয়ে নিয়ে যাওয়া রিপন কুমারের বাড়িতে গেলে তিনি বাড়িতে নেই এবং তার মোবাইল ফোন বন্ধ তার পরিবারের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন , আমার ছেলে ঢাকাতে ইন্টারভিউ দিতে জাবে বলে বাড়ি থেকে বের হয়ে যায় পরে রাতে কথা হলে বলে ঢাকাতে পৌঁছে গেছি তার পরদিন সকাল থেকে ফোন বন্ধ করে রাখে । আপনার ছেলে মেয়ে নিয়ে পালিয়েছে এটা কি আপনারা জানেন সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন এটার বিষয়ে আমরা বলতে পারবো না আমাকে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়েছে ।
এ বিষয়ে নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বলেন , অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।