আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মান্দায় পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত ৬শ মিটার নিষিদ্ধ রিংজাল। আজ (৯ এপ্রিল) রোববার দুপুরে আত্রাই নদীর ফেরিঘাট এলাকা থেকে রিংজালগুলো আটক করে উপজেলা মৎস্য অফিস।
এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল জানান, আত্রাই নদীর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬শ মিটার নিষিদ্ধ রিংজাল আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সীর উপস্থিতিতে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মৎস্য কর্মকর্তা দিপংকর পাল আরও বলেন, রিংজাল মাছের জন্য একটি ক্ষতিকারক জাল। নিষিদ্ধ এ জাল ব্যবহারে পানির ছোট-বড় সবধরণের মাছ ধরা পড়ে। এর ফলে আগামিতে মাছের উৎপাদন বহুলাংশে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরণের নিষিদ্ধ জাল ধ্বংস করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।
এ সময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তাসফিয়াহ তাবাসসুম ও মৎস্য অফিসের কর্মচরীরা উপস্থিত ছিলেন।