মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর বরিশাল মহাসড়ক ঢাকা ঝিনাইদহ – ট -১১-০৫২০- ( ৩জুন)শনিবার ভোর রাতে সাড়ে চারটার দিকে মালবাহী ট্রাকটি পিছনের চাক্কা ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে মহাসড়ক রাস্তার উপর উল্টে খাদের পাশে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,,ট্রাকটি চুয়াডাঙ্গা থেকে ভুট্টা বোঝাই করে ভোলা জেলা উদ্দেশ্যে রওনা হওয়ার পথে, ট্রাকটি পিছনের চাক্কা ভেঙ্গে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়।ভাঙ্গা উপজেলা চুমুরদী ইউনিয়ন পূর্ব সদরদী বাসস্টান সংলগ্ন।
আহতরা হলেন,ঃ ঝিনাইদ উপজেলার গ্রামের পানামি গোয়ালপাড়া (চালক পলাশ মিয়া) ও দর্শনা উপজেলার মুচিপাড়া গ্রামের ফজর আলী ছেলে সালাউদ্দিন( ১৬) আহত হয়েছে।আহতদের পুলিশে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ভাঙ্গা হাসপাতাল পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ তৈমুর রহমান জানান ,, ট্রাকটি চুয়াডাঙ্গা থেকে ভুট্টা বোঝাই করে ভোলা উদ্দেশ্যে রওনা হওয়ার পথে ভোররাতে পিছনের চাকা ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পুর্ব সদরদী বাসস্ট্যান্ডের পাশে ট্রাকটি রাস্তার উপর পাশে উল্টে খাদে পড়ে যাওয়ার খবর পাওয়ার মাএ আমরা ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ভাঙ্গা হাসপাতাল পাঠানো হয়।