সোহেল রানা,কুড়িগ্রামঃ
দুর্গাপূজার বিজয়া দশমী মানেই মা দুর্গাকে বিদায় জানানোর দিন। এদিন মায়ের প্রতিমা বিসর্জনের আগে আশীর্বাদ ও স্বামী-সংসারের কল্যাণে সিঁদুর খেলেন সনাতন ধর্মের বিবাহিত নারীরা। এছাড়া দেবীর বিদায়ের কষ্ট ভুলতে হাসিমুখে বিদায় জানানো হয় এই সিঁদুর খেলায়।বুধবার (৫ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাটে বিভিন্ন পূজামণ্ডপগুলো ঘুরে নারীদের সিঁদুর খেলার দৃশ্য দেখা যায়। সারাদেশেই মায়ের প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্তের আরতি হিসেবে এই সিঁদুর খেলা হচ্ছে।রাজারহাটে একটি পূজার পুরোহিত শুভ ব্যানার্জি দৈনিক সময়ের কাগজকে বলেন, দশমীর প্রথম কাজ বিসর্জন পূজা। প্রতিবছরের মতো এবছরও মা দুর্গাকে বিদায় জানানোর জন্য এই সিঁদুর খেলা হচ্ছে। মাকে বিসর্জনের আগ পর্যন্ত নারীরা একে অপরকে সিঁদুর লাগিয়ে মিষ্টিমুখ ও নাচ-গান করেন। যেন সারা বছরই এমন আনন্দে কাটে। মায়ের সিঁথিতে সিঁদুর দিয়ে হাসি মুখে মাকে বিদায় জানানোর জন্যই সিঁদুর খেলা। বিবাহিত নারীদের জন্য সিঁদুর একটি গুরুত্বপূর্ণ অংশ।মাধবী রাণী দৈনিক সময়ের কাগজকে বলেন,মাকে বিদায় জানাচ্ছি সিঁদুর দিয়ে। স্বামীর মঙ্গল ও দীর্ঘজীবন কামনা করি মায়ের কাছে এই পূজার মাধ্যমে। এই সিঁদুর পরেই দেবী আগামী বছর পুনরায় ফিরে আসবেন।স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা মায়ের সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। নারীরা সিঁদুর,পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন।