তরুণ উদীয়মান মডেল ও অভিনেতা রিয়াদ হাসান কাজের মাধ্যমে নিজের অবস্থান জানান দিতে শুরু করেছেন। ইতিমধ্যে বিভিন্ন পোশাক ব্র্যান্ডের মডেল হয়েছেন। অনেকগুলো বিজ্ঞাপনচিত্র ও টিভিসিতে কাজ করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
এর ধারাবাহিকতায় এবার মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করলেন তিনি। ‘কিছু কথা’ শিরোনামের গানের ভিডিওচিত্রে দেখা যাবে তাকে। ভিডিওটিতে সহশিল্পী হিসেবে আছেন মডেল আফিয়া।
‘কিছু কথা’ মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আসাদ রহমান। গানটির কথা ও সংগীত পরিচালনা করেছেন রবিন রোউফ। কণ্ঠ দিয়েছেন মুহূর্ত সরকার ও রবিন রোফ।
গানটি সম্পর্কে রবিন রোফ বলেন, খুব মিষ্টি কথায় লেখা গানটি। আশা করছি দর্শক-শ্রোতা গানটি দেখে খুব উপভোগ করবেন।
মিউজিক ভিডিও সম্পর্কে রিয়াদ হাসান বলেন, কক্সবাজারের চোখ জুড়ানো বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। দেখলেই চোখ জুড়িয়ে যাবে। সেই সঙ্গে গানের কথাগুলো রোমান্টিকতায় ভরপুর। যেকারো ভালো লাগবে একথা আমি নিশ্চিত করে বলতে পারি।
রিয়াদ আরো বলেন, আমার কো-আর্টিস্টও ভালো অভিনয় করেছেন। আশা করছি আমাদের দুজনের রসায়ন দর্শক-শ্রোতা খুব ভালোভাবেই উপভোগ করবেন।
মিউজিক ভিডিওটি সম্প্রতি ‘ইউন্টেল লিমিটেড’ এর ব্যনারে প্রকাশ পেয়েছে বলে জানান আসাদ রহমান।