সানজিদ মাহমুদ সুজন,জেলা প্রতিনিধি শরীয়তপুরঃ-
শরীয়তপুর জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের ডাঃ মোসলেম উদ্দিনে খান ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি আব্দুল আলিম বেপারী(সহ সভাপতি কেন্দ্রিয় সেচ্ছাসেবকলীগ) ও কলেজটির অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে অপসারণের দাবিতে হওয়া মানববন্ধন ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে প্রেস ব্রিফিং বা সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) উপজেলার জয়নগর ইউনিয়নের খোরাতলা গ্রামের আব্দুল আলিম বেপারীর বাড়িতে বিকেল ৪’টায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা ও কলেজটির বর্তমান গভর্নিং বডির সভাপতি আব্দুল আলিম বেপারী ও কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন।
প্রেস ব্রিফিংয়ের সময় আরও উপস্থিত ছিলেন কলেজের কয়েকজন জুনিয়র ও সিনিয়র প্রভাষক, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজি আমিনুল ইসলাম মিন্টু, জয়নগর ইউনিয়নের সাধারণ মানুষ ও শরীয়তপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল আলিম বেপারী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন সাক্ষরিত একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে আব্দুল আলিম বেপারীর উপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের লক্ষ্যে মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্যের ভিত্তিতে মানববন্ধনের আয়োজন করেন মোস্তাফিজুর রহমান। লিখিত ওই বক্তব্যে আরও বলা হয়, বহেরতলা আদর্শ কলেজের কথিত বিতর্কিত ওই অধ্যক্ষ জয়নগরে চেয়ারম্যানিতে হেরে যাওয়া খান বংসের জামাতা হিসেবে পরিচিত। অন্য জেলার অন্য কলেজের অধ্যক্ষ হয়েও যে আর এক কলেজের ক্যাম্পাসে এসে সেই কলেজের অগ্রযাত্রা ও ভাবমূর্তি বিনষ্টের অপষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছেন।
৭’পৃষ্টার ওই লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমানের বিভিন্ন দুর্নীতি তুলে ধরা হয়। পাশাপাশি দাবি করা হয় ওই মানববন্ধনে কলেজের কোনো ছাত্র-ছাত্রী কিমবা অবিভাবকও ছিলো না। কথিত ভারা করা লোকজন,অছাত্র ও বাইরে থেকে আসা দিনমজুর দিয়ে করা ওই মানববন্ধনে সন্ত্রাসী স্টাইলে স্লোগান দেয়া হয়েছে।
এসময় সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির নেতা আলহাজ্ব আব্দুল আলিম বেপারী বলেন, আমি গত ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান কাজি আমিনুল ইসলাম মিন্টুকে সাপোর্ট করেছি। সে সৎ সাহসী ছিলো এবং তার বিপক্ষে ইসমাইল খান ছিলো দুর্নীতিবাজ। এজন্য জামাই মোস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে ইসমাইল খান আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কথিত ওই মানববন্ধনের আয়োজন করে।
উল্লেখ্য, গত বুধবার (১৬-ই নভেম্বর) ডাঃ মোসলেম উদ্দিন খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আব্দুল আলিম বেপারীর অপসারণের দাবিতে মানববন্ধন করেন মোস্তাফিজুর রহমান। সেখানে দাবি করা হয় আব্দুল আলিম বেপারী ও কলেজের অধ্যক্ষ স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ, ও নানান দুর্নীতির সাথে জড়িত।
এ সময় জয়নগড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিন্টু কাজি বলেন,আপনারা জানেন আগামি জাতিয় নির্বাচনে তিনি আওয়ামী মনোনয়ন প্রার্থি, সেই সাথে তার সমর্থনিয় যোগ্য প্রার্থিরা বিভিন্ন কাজে জয়লাভ করছে,তাই তাকে হেয় প্রতিপন্ন করতেই মানববন্ধন এর আয়োজন করা হয়েছে।তাই আপনার সঠিক তথ্য তুলে ধরুন।সত্যকে সত্য প্রমানে পাশে থাকবেন বলে সাংবাদিকদের প্রতি আহবান জানান।